সিটি নির্বাচনে অনিয়মের ঘটনায় হতাশ শারম্যান
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৩:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৭০৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
নির্বাচনে অনিয়ম ও কারচুপি অন্যদিকে বিএনপি’র মাঝ পথে নির্বাচন বর্জন উভয়কেই হতাশাজনক বলে মত দিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশদারিত্ব সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে ঢাকায় সফররত ওয়েন্ডি শারম্যান এ হতাশার কথা জানান।
তিনি বলেন, তার এ হতাশা ও অসন্তোষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে আগামী যে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন শারম্যান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক।
বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের প্লেনারি সেশনে অংশ নিতে নিশা দেশাই ও শারম্যান ঢাকায় আসেন।