১৬ হাজার টাকার জাল নোটসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৯:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৫২৭ বার পঠিত

আটককৃতরা হচ্ছেন বিয়ানীবাজার উপজেলার ভাঙাঘুটি গ্রামের তবির আলীর ছেলে সুহেল আহমদ (৩৫), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ধরপাড়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে রোজিনা বেগম (২৫) এবং বরাইতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে সুমা আক্তার (১৮)।
শুক্রবার বিকেলে তাদেরকে গোয়াইনঘাট থানার এসআই আরিফ হোসেন আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন এসআই আরিফ।
তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে ১৬টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আরিফ হোসেন।