সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ৮:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত
নিউজ ডেক্স:: ভাঙচুর ও বিস্ফোরক মামলায় সিলেটের স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।আত্মসমর্পনকারী নেতাকর্মীরা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম নুরুল, ছালেহ আহমদ, ছাত্রদল নেতা শাহ আলম, ভুলন কান্তি তালুকদার, সুজন আহমদ, কামাল হোসেন, স্বজল আহমদ, রাজু আহমদ অপু, দিলোয়ার হোসেন দিলু, সজীব আহমদ।
উল্লেখ্য যে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে নগরীরতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।