অসহায় শিক্ষার্থদের পাশে আসা সহযোগীতা করা পূন্যের কাজ ——পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ১০:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম বলেছেন, এতিম অসহায় শিক্ষার্থী এই সমাজের অংশ তাদের সহযোগীতা ও শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তাদের পাশে আসা সহযোগীতা করা পূন্যের কাজ। তিনি সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাগবাড়ী সমাজ কল্যান কমপ্লেক্স স্থাপিত সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান বাগবাড়ী সমাজ কল্যান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো:আল মামুন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তর সিলেট সাবেক উপ পরিচালক মো: আবুল কালাম,কাউন্সিলর মো: মুখলেছুর রহমান কামরান,হোটেল ষ্টার প্যাসিফিক এর ব্যবস্থাপনা পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আছাদুজ্জামান এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতিন ফয়সল, জেলা সমাজসেবা রেজিষ্টেশন অফিসার নিবাস রঞ্জন দাস ,সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আলী হায়দার ভূইয়া, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপক মো: লুৎফর রহমান,সমাজ সেবা অফিসার হাসপাতাল মো: খলিলুর রহমান, জেন্তাপুর সমাজসেবা অফিসার এ. কে. আজাদ ভুইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: আবু সাঈদ প্রমুখ।পুরস্কার বিতরন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাসুক আলম।
বিশেষ অতিথির বক্তব্যে ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, খেলাধূলা সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য অপরিহার্য্য বিষয়। তিনি শিশুদের খেলাধূলার পাশাপাশি পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান।-বিজ্ঞপ্তি