আওয়ামীলীগ সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার : শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ১:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫২৬ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি:: জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার হচ্ছে কৃষক ও কৃষি বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রতিটি কৃষক বিনামূল্যে সার ও বীজ পেয়ে যে সহায়তা পাচ্ছেন এ কাজগুলো এর আগের সরকার করেনি। আগের সরকার কৃষক বান্ধব সরকার ছিলো না বলেই তা করেনি। তারা শুধু দেশের সম্পদ লুটেপুটে খেয়ে ফেলেছে, দেশ ও দেশের মানুষকে কিছুই দিতে পারেনি।
এ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদরে মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করছে। যা পেয়ে কৃষকরা অনেক উপকৃত হয়েছেন।
হুইপ শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৮৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দেবল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ডা. প্রণয় কুমার দে, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সোয়েব আহমদ, সুনাম উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ।