জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৮ বার পঠিত
জগন্নাথপুর সংবাদদাতা:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথকস্থানে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২ টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ৯ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হবিবনগর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী কপিল কর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কলার ছালে হোঁচট খেয়ে পড়ে যান। এ নিয়ে তাদের প্রতিবেশি ঘরের চটপটি ব্যবসায়ী ফজল মিয়ার স্ত্রী নার্গিস বেগম ও কপিল করের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নার্গিস বেগম (৪০), ফয়সল মিয়া (১৮), আকাশ মিয়া (১৬), শাকিল মিয়া (১৪), লিপা বেগম (১১), কপিল কর (৪৫), অনিল কর (৪০), গৌরাঙ্গ কর (২৮)সহ উভয় পক্ষের ৯ জন আহত হন।
এদিকে, বুধবার দুপুরে পৌর এলাকার হবিবপুর-কিশোরপুর গ্রামে দুই মহিলার মধ্যে সংঘর্ষের ঘটনায় হোসনে আরা বেগম (৪০) নামের এক মহিলা আহত হয়েছেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।