বিশ্বনাথে একডজন মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১১:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ একডজন মামলার পলাতক আসামি যুবদল নেতা কদর আলীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। সে উপজেলার বিদায়সুলপানি গ্রামের মৃত আফিজ আলীর পুত্র ও যুবদলের যুগ্ম-আহবায়ক। বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে ১২ মামলার পলাতক আসামি যুবদল নেতা কদর আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ জানায়।