স্বামীকে বাথরুমে আটকিয়ে স্ত্রীর পলায়ন
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ১১:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৫ বার পঠিত
নিউজ ডেক্স:: স্বামীকে বাথরুমে আটকিয়ে ঘরের দরজায় তালা দিয়ে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এক স্ত্রী পালিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিলেটের উত্তর বাগবাড়ী আলমদিনা আবাসিক এলাকায়। এ ঘটনায় স্বামী শফিকুল নবী লাবলু বাদী হয়ে কোতোয়ালী থানায় গত ২৯ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার বড়সারটিয়া গ্রামের মৃত ডা. সোলায়মান হোসেন সরকারের ছেলে শফিকুল নবী লাবলুর সাথে একই জেলার ব্রাহ্মণগাতী গ্রামের হযরত আলীর কন্যা তাসলিমা খাতুন বৃষ্টির বিয়ে হয়। তারা বাগবাড়ী আল মদিনা এলাকায় ভাড়া থাকতেন। সম্প্রতি তাদের দাম্পত্য কলহ চলছিলো। এরই এক পর্যায়ে গত ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে স্বামী শফিকুল নবী লাবলু বাথরুমে ঢুকলে স্ত্রী তাসলিমা খাতুন বাইরে থেকে সিটকিনী আটকিয়ে ঘরের দরজায় তালা দিয়ে তার ব্যবহৃত কাপড়সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান। পরে স্বামী শফিকুল নবী লাবলু স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় ঘর থেকে বের হন।
সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে স্ত্রীকে না পেয়ে তিনি এ ব্যাপারে কোতোয়ালী থানায় গত ২৯ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেন।