শাহিদের বিয়ের প্রথম দাওয়াত পেলেন কারিনা!
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ৮:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৭১ বার পঠিত

কিন্তু বিয়ের প্রথম দাওয়াত কার্ড কারিনার ঠিকানায় গেছে এমন খবর বাতাসে ছড়িয়েছে বলিউড লাইফ’র মাধ্যমে। তারা এক প্রতিবেদনে জানিয়েছেন, “সাইফ আলি খানই হলেন প্রথম ব্যক্তি যিনি নিমন্ত্রিত হয়েছেন। ‘হায়দার’ খ্যাত এই অভিনেতা নিজেই সাইফকে দাওয়াত দিয়েছেন। তার মানে, কারিনাও এই বিয়েতে দাওয়াত পেয়েছেন।”
এর আগে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, দাওয়াত পেলে অবশ্যই তিনি অংশ নেবেন শাহিদের বিয়েতে। অতএব, ধরে নেওয়াই যায় শাহিদের বিয়েতে দেখা যাবে পতৌদির নবাবের বেগমকে। ভিশাল ভারাদওয়াজের সিনেমা ‘রাঙ্গুন’ – এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহিদ কাপুর আর সাইফ আলি খান। তাই হয়তো অতীতের সব দ্বন্দ্বকে পেছনে ফেলতে চান শাহিদ।