সাইকেল চালিয়ে দম্পতির ১৭ দেশ ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৩৩ বার পঠিত
নিউজ ডেক্স:: বন্ধুত্ব থেকে প্রণয়, তারপর পরিণয়। সখ ছিল একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার। বিয়ের দু’বছরের মাথায় চাকরি ছেড়ে স্বপ্ন সফল করতে বেড়িয়ে পড়ল তারা দুজনেই।
তারা হলেন, অস্ট্রেলিয়া নিবাসী ৩৪ বছরের ফিলিপ এবং ৩১ বছরের ফ্রান জনসন। দুটি সাইকেলে টানা ১১ মাস পথ চলে নয়া রেকর্ড গড়ার মুখে এই দম্পতি।
গত ১১ মাসে কঠিন ঠান্ডা প্রবল গরম, মরুভূমি, জঙ্গল পার করে টানা ১৭টি দেশ পার করেছেন তারা।
মাঝে পথের বিপদ ভাগ করে নিয়েছে একসঙ্গে। পাশে থেকেছে সব সময়। তাদের নিজেরাই জানিয়েছেন চাকরি ছেড়ে দেশ ভ্রমণের প্রথম দিনের স্মৃতি। “হঠাৎ একদিন আমরা ঠিক করলাম চাকরি ছেড়ে বেরিয়ে পড়ব। হলোও তাই। প্রথম যেদিন ফ্রান কে চাকরি ছাড়ার কথা বলেছিলাম ও অবাক হয়ে গিয়েছিল।” এক নিঃশ্বাসে কথা বলে গেলেন ফিলিপ।
সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই গ্রিনেস বুকে নাম উঠতে চলেছে এই দম্পতির।