সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী নোভা, চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৫ ইং, ৮:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত

জানা গেছে, সোমবার ভোর সোয়া চারটার দিকে কুমিল্লার বিশ্বরোডে এই সড়ক দুর্ঘটনার শিকার হন এই অভিনেত্রী ও তার পরিবার। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ীর চালক। এবং গুরুতর আহত হন নোভার স্বামী নাট্য নির্মাতা ও চিত্রগ্রাহক রায়হান খান। এছাড়া নোভার বড় বোন অন্তরা ফিরোজ ও ভাগনি প্রত্যাশার আঘাতও গুরুতর।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে নোভা বলেন, ’একটি ভাড়া করা গাড়ি করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। চালকের সহকারি গাড়ি চালাচ্ছিলেন। ভোর সোয়া চারটার দিকে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন চালকের সহকারি। মূল চালক পালিয়ে যান।’
নোভা আরো বলেন, ‘এ দুর্ঘটনায় গুরুতর আহত হয় আমার স্বামী রায়হান, দিদি অন্তরা ও ভাগনি প্রত্যাশা। আল্লাহর রহমতে আমার ছেলে সান্নিধ্যর কোনো ক্ষতি হয়নি। আমিও খুব বেশি আঘাত পাইনি।’
বর্তমানে তারা কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।