হিজড়াদের খপ্পরে মৌসুমী!
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ১০:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৪২৯ বার পঠিত

হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে এমন দৃশ্যে মৌসুমীকে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে হিজড়া চরিত্রে অভিনয় করেছেন আনান জামানসহ আরো অনেকে।
এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সংসদ ভবনের সামনে পাট গবেষণা কেন্দ্র। এখানে ৩ ও ৪ জুন রাতে শুটিং করেছি। এর আগে একই স্থানে ২০-২১ মে শুটিং করেছি। খুব শিগগিরই আবার শুটিং শুরু করব।’
এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সংসদ ভবনের সামনে পাট গবেষণা কেন্দ্র। এখানে ৩ ও ৪ জুন রাতে শুটিং করেছি। এর আগে একই স্থানে ২০-২১ মে শুটিং করেছি। খুব শিগগিরই আবার শুটিং শুরু করব।’
উল্লেখ্য, কমলাপুর রেলস্টেশনে মাঝরাতে একা বসে থাকা একটি মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। চলচ্চিত্রটিতে একজন মেয়ের স্বপ্ন, যুদ্ধ ও রাতের ভ্রমণ দেখা যাবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, সালাহ উদ্দিন লাভলু, শহিদুজ্জামান সেলিম, মুক্তা হাসান, মৌসুমী, শিমুল খান, জিয়া ভিমরুল, সাদিয়া আফরীন, রেবেকাসহ অনেকে। এ ছাড়া একটি আইটেম গানে পারফর্ম করছেন আলোচিত মডেল নায়লা নাঈম।