আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা চিলির
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ১২:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮২৪ বার পঠিত
নিউজ ডেক্স:: বড় আসরের জয় অধরাই থেকে গেল আর্জেন্টিনার। ২২ বছরের হতাশাটা বুঝি আরো দীর্ঘ হল লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, এ্যাঞ্জেল ডি মারিয়ার। কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে চিলির কাছে হেরে আরেকবার স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির।
টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো লাতিন-আমেরিকান ফুটবল-শ্রেষ্ঠত্বের আনন্দে মেতে উঠল চিলি।
শনিবার রাতে সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি হয়। খেলায় নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার পক্ষে প্রথম শট নিয়ে গোল করেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার পক্ষে শট নিতে এসে বল গোলবারের অনেক উপর দিয়ে মেরে দেন গঞ্জালো হিগুয়েন। পরের শটেও আর্জেন্টিনার জন্য হতাশা। এবার বানেগাও শট নিতে এসে মিস গোল করলেন।
এদিকে চিলির হয়ে প্রথম গোলটি করেছেন মাতি ফারনান্দেজ। এরপর আর্তুরো ভিদালের দ্বিতীয় শটে বল জালে জড়িয়ে চিলি এগিয়ে যায় ২-১ গোলে। চিলির পক্ষে তৃতীয় গোলটি করেন আরানগুয়িজ (৩-১)। সবশেষে চিলির শতবর্ষীয় শিরোপার তৃষ্ণা মেটায় অ্যালেক্সি সানচেজ। ফলে ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের জন্ম দেয় স্বাগতিক চিলি।