সিনেমায় ফেরা হলো না শাবনূরের
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ২:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১৪২৩ বার পঠিত
নিউজ ডেস্ক: ঘোষণা দিয়েও সিনেমায় আর ফেরা হলো না ঢাকাই চলচ্চিত্রের দাপুটে নায়িকা শাবনূরের। তিনি ফের অস্ট্রেলিয়ার পথে রওনা দিচ্ছেন। সেখানেই স্থায়ী হবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
গেলো কিছুদিন পূর্বে তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার পুরোদমে সিনেমায় ফিরছেন। নতুন করে আবার অভিনয় শুরু করবেন।
কিন্তু মুল খবর হচ্ছে, ঈদের পরই তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছেন। কবে সেখান থেকে ফিরবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেই সঙ্গে তার সিনেমায় ফেরাও অনিশ্চিত হয়ে পড়ল। ছয় মাসের এই সফরে তার দেড় বছরের ছেলে আইজানও থাকছে তার সঙ্গে।
তবে শাবনূরের এক স্বজন জানিয়েছেন, জরুরি কিছু কাজের জন্য ঈদের এক সপ্তাহ পর অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা রয়েছে শাবনূরের।
ছয় মাসের এই সফর শেষে দেশে ফিরে আবারো চলচ্চিত্রে নিয়মিত হবেন শাবনূর। এরমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য কথাবার্তা চূড়ান্ত হয়েছে। গত বছর ১ অক্টোবর দেশে এসেছিলেন শাবনূর।