বালাগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৫ ইং, ৩:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৯৬২ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: “কোন মিস্ত্রি বানাইলো নৌকা কেমন দেখা যায় … ঝিলমিল করে আমার ময়ূর পংঙ্কি নায়” প্রয়াত বাউল শিল্পী আব্দুল করিমের এ গানের মধ্যে দিয়ে সিলেটের বালাগঞ্জের গোরাপুর হাওরের সিরিয়া নামক স্থানে প্রতি বছরের ন্যায় এবারও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির এ নৌকা বাইচ দেখতে জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা হাওর পাড়ে ভিড় করেন এবং এক পর্যায়ে তা জনসমূদ্রে রূপ নেয়। নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধের আগমনে এ নৌকা বাইছ পরিণত হয় মিলন মেলায়। এ নৌকা বাইছ দেখতে হাওর এলাকাসহ আশেপাশের বাড়ীর ছাদ, গাছের ডালে বসে যে যেখান থেকে যেভাবে পারেন সেভাবেই উপভোগ করেন। এ আনন্দ উপভোগ করতে সবাই সারা বছর যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন । বিভিন্ন বয়সের হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। এবারের প্রতিযোগীতায় ময়ুর পংকী নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে কটালপুরের পংকী মিয়ার নৌকা। গাছ নৌকার মধ্যে প্রথম হয়েছে অন্তহরীর গোপেন্দ্র দাসের নৌকা।তাছাড়া মোকাম বাজার কাছিম আলীর নৌকা এবং সিরিয়া গ্রামের লয়লুছ মিয়ার নৌকাকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, নৌকা বাইছের আয়োজক ইউপি সদস্য আশিক মিয়া।
সিলেট বিভাগীয় ধারা ভাষ্যকার কমিটির সভাপতি জুয়েল আহমদ নুর ও সাধারন সম্পাদক রুহুল আমিন বাচ্চুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনও আশরাফুর রহমান, উপজেলা সহকারী ভুমী কমিশনার নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আনহার মিয়া, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মাখন মিয়া, সেক্রেটারী মকবুল মিয়া, সাংবাদিক রজত দাস ভুলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সমাজ সেবক আব্দুল মুনিম, সাবুল আহমদ, মুজিবুর রহমান, ইব্রাহীম আলী সুজন, মাসুক মিয়া প্রমুখ।