যৌনতায় বেশি তৃপ্তি পান প্রবীণরা!
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৯:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৪৫৩ বার পঠিত
নিউজ ডেক্স:: যুবকদের চেয়ে প্রবীণরা যৌন মিলন নিয়ে বেশি চিন্তা করেন ও তাঁরা যুবকদের চেয়ে বেশি উপভোগও করেন বিষয়টি। এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে সমীক্ষায়। সমীক্ষাকারী সংস্থার দাবি, ৫০ থেকে ৯০ বছর বয়সী প্রায় ছয় হাজার ব্যক্তির উপর সমীক্ষা চালিয়ে তারা এই ফলাফল পেয়েছেন।
গবেষণায় দেখা গেছে, ৩১ ভাগ মহিলা যাদের বয়স ৫০ থেকে ৯০ বছরের মধ্যে তাঁরা প্রতিমাসে অন্তত দু’বার যৌন মিলন করেন। অন্তত ৫৪ ভাগ পুরুষ প্রতি মাসে কমপক্ষে দু’বার সঙ্গিনীর সঙ্গে মিলিত হন।
গবেষকরা বলছেন, সরাসরি তুলনা না করলেও দেখা গেছে, ১৬ থেকে ৪৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিকরা মাসে তিনবার যৌন মিলন করেন। গবেষকরা দেখেছেন, মহিলারা যত বয়স্ক হয় ততই তাঁদের যৌন তৃপ্তির পরিমাণ বৃদ্ধি পায়। তবে পুরুষের বয়স বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে তাঁদের যৌন তৃপ্তির পরিমাণ কমে যায়।
গবেষকদের তথ্যানুযায়ী, প্রবীণরা এমনভাবে চুম্বন করেন যেমনটি তাঁরা ঠিক ৪০ বছর আগে করতেন। সংখ্যাটা পুরুষদের ক্ষেত্রে শতকরা ৩১ ভাগ এবং মহিলাদের ক্ষেত্রে শতকরা ২০ ভাগ।