আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৬:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪৩ বার পঠিত
নিউজ ডেক্স:: আফগানিস্তানকে বেশ সহজে হারিয়ে তৃতীয় সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে স্থান করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার আসরের প্রথম সেমিফাইনালে শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ছিলো শাওন হোসেনদের খেলা। সিলেট জেলা স্টেডিয়ামের অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মিডফিল্ডার সাদ হোসেইন। ম্যাচের ৫০ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন তিনি।
সিলেট জেলা স্টেডিয়ামে চলমান এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে তা এক ঘন্টা পিছিয়ে বিকাল ৪টায় শুরু হয়েছে। মাঠ কর্দমাক্ত থাকায় স্বাভাবিক ফুটবল নৈপুণ্য দেখাতে বেগ পেতে হয়েছে দুই দলকেই। এরপরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের কিশোর ফুটবলাররা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। শেষ অব্দি তাই গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই গোলের দেখা পেয়েছে স্বাগিতকরা।
উল্লেখ্য, সিলেট চলছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের এই আন্তর্জাতিক আসর। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালের টিকেট কেটেছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, বিদায় নিতে হয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে।
সিলেট জেলা স্টেডিয়ামে চলমান এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে তা এক ঘন্টা পিছিয়ে বিকাল ৪টায় শুরু হয়েছে। মাঠ কর্দমাক্ত থাকায় স্বাভাবিক ফুটবল নৈপুণ্য দেখাতে বেগ পেতে হয়েছে দুই দলকেই। এরপরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের কিশোর ফুটবলাররা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। শেষ অব্দি তাই গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই গোলের দেখা পেয়েছে স্বাগিতকরা।
উল্লেখ্য, সিলেট চলছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের এই আন্তর্জাতিক আসর। গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালের টিকেট কেটেছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, বিদায় নিতে হয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে।