যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশী মৌমিতার
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮৮৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় স্টেট পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মৌমিতা খন্দকার। মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় নিউইয়র্কে বিজয়ী হয়েছেন তিনি।
প্রতি বছর মিস ইন্টারকন্টিনেল্টাল ইউএসএ প্রতিযোগিতা হলেও এবারের আয়োজনটি একটু ভিন্ন ধরনের। বেশ কয়েকটি রাউন্ড পেরিয়ে বহু প্রতিযোগিকে পেছনে ফেলে মিস নিউইয়র্কের মুকুট বাংলাদেশী বংশোদ্ভূত মৌমিতা খন্দকার-এর।
অক্টোবরের নয় তারিখে মিস ইন্টারকন্টিনেল্টাল ইউএসএর ফাইনাল রাউন্ডে জয়ী হতে বাঙালিদের সমর্থন চেয়েছেন মৌমিতা।
মিস ইন্টারকন্টিনেন্টাল মুকুট জয়ী হলেও খন্দকার মাহবুব এবং ডিনা খন্দকারের মেয়ে মৌমিতা একজন চিকিৎসক হতে চান। আর বাংলা গান গাইতেও পছন্দ করেন তিনি।