জয়ে শুরু বার্সার, রিয়ালের ড্র
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৫ ইং, ৪:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৮০২ বার পঠিত
নিউজ ডেক্স:: জয় দিয়ে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে লুইস সুয়ারেজের একমাত্র গোলে জয় পায় এই স্প্যানিশ জায়ান্ট। তবে হোঁচট খেয়েছে বিশ্বের সবচেয়ে দামী ক্লাব রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিজনের মাঠে খেলতে গিয়ে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রাফায়েল বেনিতেজের শীষ্যদের।
গত নয় দিনের মধ্যে তৃতীয় বারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা এবং বিলবাও। প্রথম ম্যাচ ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া বার্সা দ্বিতীয় ম্যাচে ড্র করতে সমর্থ হয়। তবে মৌসুম শুরু করা তৃতীয় ম্যাচে এসে জয় পায় কাতালানরা, যদিও সেটা ন্যূনতম ব্যবধান। তারপরও এই জয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই যাত্রা শুরু হলো তাদের।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বার্সা। নিজেদের ডি বক্সে সুয়ারেজকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এটি বার্সার জার্সি গায়ে তার ১৪তম পেনাল্টি মিস। সর্বশেষ ১১টি পেনাল্টি কিক থেকে ষষ্ঠবারের মতো গোল করতে ব্যর্থ হলেন মেসি।
তবে তার এই মিসে খুব বেশি ভুগতে হয়নি লুইস এনরিকের শীষ্যদের। দ্বিতীয়ার্ধে জর্দি আলবার ক্রস থেকে মনোমুগ্ধকর এক ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেন উরুগুইয়ান লুইস সুয়ারেজ। তবে পেশীতে টান পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়তে হয় বার্সার রাইট ব্যাক দানি আলভেজকে। নিষেধাজ্ঞার কারণে আরো তিন ম্যাচ মাঠে নামতে পারবেন না জেরার্ড পিকেও। এমন অবস্থায় দলের এমন ফলে সন্তুষ্ট হলেও বার্সা কোচ মনে করেন ভাগ্য ঠিক তাদের সাথে নেই।
দিনের অন্য ম্যাচে ছোট দল স্পোর্টিং গিজনের মাঠ থেকে খালি হাতে ফিরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। বার্সার জয় আর রিয়ালের ড্রতে বেশ হতাশ রিয়ালের নতুন বস বেনিতেজ। এমন বাজেভাবে মৌসুমের শুরু হওয়াটা রিয়ালের শিরোপা জয়ের পথে একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন রিয়াল সমর্থকরা।
এদিন ক্রসবারের নিচে খুব একটা ব্যস্ত থাকতে হয়নি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে। তবে রিয়ালকে জয় বঞ্চিত করে গিজনের গোলকিপার ইভান কুয়েলার। রিয়ালের ফরোয়ার্ডদের নেয়া একাধিক বিপজ্জনক শট দক্ষ হাতে সামলে নেন কুয়েলার। এদিন বেনিতেজ গ্যারেথ বেলকে ১০ নম্বর খেলোয়াড়ের ভূমিকায় কেন্দ্রে রেখে খেলান। তিনি যথেষ্ঠ সপ্রতিভ থাকলেও জয়ের জন্য দরকারী গোল এনে দিতে ব্যর্থ হন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদোও। মেসির মতো গোল বিহীন ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করলো সিআর৭।
গত নয় দিনের মধ্যে তৃতীয় বারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা এবং বিলবাও। প্রথম ম্যাচ ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া বার্সা দ্বিতীয় ম্যাচে ড্র করতে সমর্থ হয়। তবে মৌসুম শুরু করা তৃতীয় ম্যাচে এসে জয় পায় কাতালানরা, যদিও সেটা ন্যূনতম ব্যবধান। তারপরও এই জয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই যাত্রা শুরু হলো তাদের।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বার্সা। নিজেদের ডি বক্সে সুয়ারেজকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এটি বার্সার জার্সি গায়ে তার ১৪তম পেনাল্টি মিস। সর্বশেষ ১১টি পেনাল্টি কিক থেকে ষষ্ঠবারের মতো গোল করতে ব্যর্থ হলেন মেসি।
তবে তার এই মিসে খুব বেশি ভুগতে হয়নি লুইস এনরিকের শীষ্যদের। দ্বিতীয়ার্ধে জর্দি আলবার ক্রস থেকে মনোমুগ্ধকর এক ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেন উরুগুইয়ান লুইস সুয়ারেজ। তবে পেশীতে টান পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়তে হয় বার্সার রাইট ব্যাক দানি আলভেজকে। নিষেধাজ্ঞার কারণে আরো তিন ম্যাচ মাঠে নামতে পারবেন না জেরার্ড পিকেও। এমন অবস্থায় দলের এমন ফলে সন্তুষ্ট হলেও বার্সা কোচ মনে করেন ভাগ্য ঠিক তাদের সাথে নেই।
দিনের অন্য ম্যাচে ছোট দল স্পোর্টিং গিজনের মাঠ থেকে খালি হাতে ফিরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। বার্সার জয় আর রিয়ালের ড্রতে বেশ হতাশ রিয়ালের নতুন বস বেনিতেজ। এমন বাজেভাবে মৌসুমের শুরু হওয়াটা রিয়ালের শিরোপা জয়ের পথে একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন রিয়াল সমর্থকরা।
এদিন ক্রসবারের নিচে খুব একটা ব্যস্ত থাকতে হয়নি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে। তবে রিয়ালকে জয় বঞ্চিত করে গিজনের গোলকিপার ইভান কুয়েলার। রিয়ালের ফরোয়ার্ডদের নেয়া একাধিক বিপজ্জনক শট দক্ষ হাতে সামলে নেন কুয়েলার। এদিন বেনিতেজ গ্যারেথ বেলকে ১০ নম্বর খেলোয়াড়ের ভূমিকায় কেন্দ্রে রেখে খেলান। তিনি যথেষ্ঠ সপ্রতিভ থাকলেও জয়ের জন্য দরকারী গোল এনে দিতে ব্যর্থ হন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদোও। মেসির মতো গোল বিহীন ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করলো সিআর৭।