৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৯৫৫ বার পঠিত
নিউজ ডেক্স:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন-২০০৬ এর (সংশোধনী ২০১৩) ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন। শুনানিতে অংশ নেন আবেদনকারীর আইনজীবী শিশির মনির।
এর আগে ২৬ আগস্ট বিকেলে এ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে পরবর্তী সময়ে জামিনে থাকা জাকির হোসেনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন আইনজীবী শিশির মনির।