বাংলাদেশের জালে গোল বন্যা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: প্রথমার্ধও শেষ হয়নি। খেলা হয়েছে মাত্র ৩০ মিনিট। আর এরই মধ্যে বাংলাদেশের জালে গোলের সংখ্যা ৪টি। এই প্রথম বড় ফুটবল শক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থানটা বাংলাদেশ ভালো মতো বুঝতে পারছে। ম্যাচের আধঘণ্টা ভেতরই চার গোল হজম করেছে বাংলাদেশ। পার্থে চলমান ম্যাচটির প্রথমার্ধ শেষ হতেই এখনো ১৫ মিনিটের মতো বাকি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম থেকেই রক্ষণাত্মক মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ। আর প্রথম থেকেই আক্রমণের ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের রক্ষণে। ম্যাচের শুরুতেই গোল বন্যার ইঙ্গিত দেয় সকারুরা। ৫ মিনিটের মাথায় লেকির গোলে প্রথম পিছিয়ে পরে বাংলাদেশ। ৮ মিনিটের মাথায় রজিচ অস্ট্রেলিয়াকে আরো একধাপ এগিয়ে নেয়। ২০ মিনিটে রজিচের দ্বিতীয় গোল ব্যবধান হয় ৩-০। ২৯ মিনিটের মাথায় বার্নস করে ফেলেন ৪-০।
অস্ট্রেলিয়া ভালো ফুটবল খেলছে সন্দেহ নেই। তবে প্রথম থেকেই বাংলাদেশকে যেন আতঙ্কে পেয়ে বসেছে। ম্যাচের আগে লড়াইয়ের যে প্রত্যয় দেখা গিয়েছিল, মাঠে তার ছিটেফোঁটাও নেই। যেন অদৃশ্য স্নায়ুর চাপে বাংলাদেশের রক্ষণভাগ।
মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কাড়া গোলরক্ষক সোহেল অন্তত দুটো গোল বাঁচাতে পারতেন অনায়াসে। এখন খেলার বাকি সময়ের অপেক্ষা। দেখা যাক কী হয়!
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম থেকেই রক্ষণাত্মক মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ। আর প্রথম থেকেই আক্রমণের ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের রক্ষণে। ম্যাচের শুরুতেই গোল বন্যার ইঙ্গিত দেয় সকারুরা। ৫ মিনিটের মাথায় লেকির গোলে প্রথম পিছিয়ে পরে বাংলাদেশ। ৮ মিনিটের মাথায় রজিচ অস্ট্রেলিয়াকে আরো একধাপ এগিয়ে নেয়। ২০ মিনিটে রজিচের দ্বিতীয় গোল ব্যবধান হয় ৩-০। ২৯ মিনিটের মাথায় বার্নস করে ফেলেন ৪-০।
অস্ট্রেলিয়া ভালো ফুটবল খেলছে সন্দেহ নেই। তবে প্রথম থেকেই বাংলাদেশকে যেন আতঙ্কে পেয়ে বসেছে। ম্যাচের আগে লড়াইয়ের যে প্রত্যয় দেখা গিয়েছিল, মাঠে তার ছিটেফোঁটাও নেই। যেন অদৃশ্য স্নায়ুর চাপে বাংলাদেশের রক্ষণভাগ।
মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কাড়া গোলরক্ষক সোহেল অন্তত দুটো গোল বাঁচাতে পারতেন অনায়াসে। এখন খেলার বাকি সময়ের অপেক্ষা। দেখা যাক কী হয়!