মিনায় নিহত ২৬ বাংলাদেশির তালিকা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৬৯৮ বার পঠিত

এছাড়া মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, এখনো ৫২ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন।
সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এসব তথ্য জানান। এ সময় কনসাল জেনারেল এ কে এম শহীদুল হক ও কাউন্সিলর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
শনাক্ত হওয়া হাজিদের দাফন প্রসঙ্গে তিনি বলেন, নিহতদের উত্তরাধিকারী বা স্বজনরা মক্কা বা বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখানে দাফনের সিদ্ধান্ত নিতে পারবেন। এ জন্য সৌদি আরব সরকার ও বাংলাদেশ হজ মিশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
রাষ্ট্রদূত বলেন, সব বাংলাদেশি হাজির মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা আছে। বেশীর ভাগ মরদেহগুলো কিছুটা বিকৃত হয়ে গেছে। তাই এসব মরদেহের ছবি প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।