রোনালদো হ্যাটট্রিকে রিয়ালের জয়
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: ইউরোপ সেরার লড়াইয়ে মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে সর্বোচ্চ ১০বারের চ্যাম্পিয়নরা হারিয়েছে শাখতার দোনেস্ককে। দশ জনের দলে পরিণত হওয়া শাখতারকে একাই উড়িয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে শুরুতে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ৩০ মিনিটের মাথায় শাখতারের জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধটা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে ওঠেন দলের সেরা তারকা রোনালদো। ৫০ মিনিটের মাথায় মিডফিল্ডার তারাস স্টেপানেঙ্কো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় শাখতার। আর তার পুরো সুযোগ নিয়ে ৫৫, ৬৩ ও ৮১ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। প্রথম দুটি গোল করেছেন পেনাল্টি থেকে।
বাছাই পর্ব পার হয়ে আসা শাখতার সমান তালে লড়াই করে ঠেকিয়ে রাখে রিয়ালকে। নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ ও এসপানিওলকে ৬-০ গোলে হারানো দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে গ্যারেথ বেলের চোট।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে শুরুতে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ৩০ মিনিটের মাথায় শাখতারের জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধটা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে ওঠেন দলের সেরা তারকা রোনালদো। ৫০ মিনিটের মাথায় মিডফিল্ডার তারাস স্টেপানেঙ্কো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় শাখতার। আর তার পুরো সুযোগ নিয়ে ৫৫, ৬৩ ও ৮১ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। প্রথম দুটি গোল করেছেন পেনাল্টি থেকে।
বাছাই পর্ব পার হয়ে আসা শাখতার সমান তালে লড়াই করে ঠেকিয়ে রাখে রিয়ালকে। নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ ও এসপানিওলকে ৬-০ গোলে হারানো দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে গ্যারেথ বেলের চোট।