লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:২০ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক (হে আল্লাহ, আমি হাজির) ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। বুধবার হজের নিয়ম অনুযায়ী যোহরের নামাজের আগেই খুৎবা সম্পন্ন হয়। গত বছরের মতো এবারো মসজিদে নামিরাহ থেকে হজের খুৎবা পড়েন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ। তারপর এক আযানে একই ইমামের পেছনে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন লাখো হাজী।
মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন হজ করতে আসা মুসলমানরা। সেখানে ইবাদত-বন্দেগির মাধ্যমে মিনায় রাত কাটান তারা। এরপর হজের মূল আনুষ্ঠানিকতার জন্য বুধবার ভোরে তারা মিনা থেকে যাত্রা শুরু করেন আরাফাতের ময়দানের উদ্দেশে। সেখানে সাদা সেলাইবিহীন এক কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাতের মসজিদে নামিরাহ থেকে খুতবা দেয়া হবে। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়।
আরাফা থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসলমানরা। শয়তানকে উদ্দেশ্য করে মারার জন্য মুজদালিফায় থাকা অবস্থায় তারা পাথর সংগ্রহ করবেন। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জোহরের নামাজ আদায় করবেন। এরপর শয়তানকে (প্রতীকী) পাথর ছুড়বেন। সবশেষে কোরবানি দিয়ে ইহরাম খুলে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।