রুশনারা আলী এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মনোনীত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ১০:৩৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৬৩৮ বার পঠিত

ব্রিটেনের সামনে এ সংক্রান্ত বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে এবং ব্রিটেন কীভাবে তা মোকাবেলা করছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিষয়টি তো রয়েছেই।
রুশনারা আরো বলেন, সাবেক শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট মিনিস্টার থাকাকালীন সময়ে দেখেছি, বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের মিলিয়ন মিলিয়ন মানুষ পরিবেশ পরিবর্তনের ইস্যুতে ব্রিটেনকে নেতৃত্বের আসনে দেখতে চায়। বর্তমান দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করবো ব্রিটেন যাতে আভ্যন্তরীন এবং উন্নয়নশীল দেশসমূহ যেমন বাংলাদেশ, সোমালিয়া ইত্যাদি দেশসহ যেসব দেশের মানুষ পরিবেশের পরিবর্তনজনিত কারণে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে তাদের ব্যাপারে দায়িত্ব পালন করতে।
কারণ, এ ব্যাপারে এখনই উদ্যোগ না নিলে এসব দেশের মানুষ বিপর্যয়ের মধ্যে পড়বে। উল্লেখ্য যে, রুশনারা এর আগে শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার, ট্রেজারি সিলেক্ট কমিটির মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টিলিজেন্ট ইউনিটের বোর্ডেরও মেম্বার।
কারণ, এ ব্যাপারে এখনই উদ্যোগ না নিলে এসব দেশের মানুষ বিপর্যয়ের মধ্যে পড়বে। উল্লেখ্য যে, রুশনারা এর আগে শ্যাডো ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার, ট্রেজারি সিলেক্ট কমিটির মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টিলিজেন্ট ইউনিটের বোর্ডেরও মেম্বার।