বিশ্বনাথে কাবাডি খেলার ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫ ইং, ১১:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৮২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার সিলেটের বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কাবাডি খেলার ফাইনলা খেলা স্থানীয় বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নবকিরণ স্প্রোটিং ক্লাব আয়োজিত কাবাডি খেলায় দক্ষিণ সুরমা উপজেলার পুরানগাঁওকে হারিয়ে বিশ্বনাথ উপজেলার বনগাঁওকে ৯-১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
ক্রীড়ানুরাগী আয়োজক কমিটির সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজামান আসাদ, সদস্য কবির আহমদ কুব্বার, অ্যাডভোকেট আব্দুর রশীম লাল মিয়া, মুক্তিযুদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মেম্বার, শংকর চন্দ্র ধর, লুঃফুর রহমান, ইলিয়াছ আলী, ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান সুইট, সেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান মনর, বিজয় চন্দ্র বলাই, এনামুল হক বিজয়, ক্রীড়ানুরাগী তাজির আলী, আবু মিয়া, আব্দুল মতলিব, মিটুল মিয়া, আব্দুল হেকিম, কামালউদ্দিন, সায়েদ আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মেম্বার, শংকর চন্দ্র ধর, লুঃফুর রহমান, ইলিয়াছ আলী, ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান সুইট, সেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান মনর, বিজয় চন্দ্র বলাই, এনামুল হক বিজয়, ক্রীড়ানুরাগী তাজির আলী, আবু মিয়া, আব্দুল মতলিব, মিটুল মিয়া, আব্দুল হেকিম, কামালউদ্দিন, সায়েদ আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।