কন্যা সন্তানের মা হলেন ঈশিতা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৬:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: কন্যা সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী রুমানা রশীদ ঈশিতা। ১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়।
শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফেরেন ঈশিতা। কন্যার নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এর আগে তাদের সংসারে ছয় বছরের একটি পুত্র সন্তার রয়েছে। কন্যা সন্তানের মা হওয়ার পর রুমানা রশীদ ঈশিতা গণমাধ্যমকে জানান, ‘এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি খুবই খুশি’।
১৯৮৬ সাল থেকে শুরু হয় ঈশিতার অভিনয় ক্যারিয়ার। তবে ২০১৩ সাল থেকে নিজেকে অনেক সরিয়ে নিয়েছেন মিডিয়া থেকে। এক সময় তিনি গান করতেন, বেশ কিছু অ্যালবামও বের করেছিলেন।
ঈশিতা বর্তমানে চাকরি করেন চ্যানেল আইয়ে। ‘টপ মডেল’, ‘ক্ষুদে গানরাজ’ আর ‘সেরা নাচিয়ে’র মতো জনপ্রিয় রিয়ালিটি শোগুলোর প্ল্যানিংয়ের দায়িত্বে রয়েছেন তিনি। বহুগুণে গুণান্বিত এই অভিনেত্রী নিজের লেখা নাটকও পরিচালনা করেছেন। প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডারের দ্বিতীয় আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন ঈশিতা।
শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফেরেন ঈশিতা। কন্যার নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এর আগে তাদের সংসারে ছয় বছরের একটি পুত্র সন্তার রয়েছে। কন্যা সন্তানের মা হওয়ার পর রুমানা রশীদ ঈশিতা গণমাধ্যমকে জানান, ‘এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি খুবই খুশি’।
১৯৮৬ সাল থেকে শুরু হয় ঈশিতার অভিনয় ক্যারিয়ার। তবে ২০১৩ সাল থেকে নিজেকে অনেক সরিয়ে নিয়েছেন মিডিয়া থেকে। এক সময় তিনি গান করতেন, বেশ কিছু অ্যালবামও বের করেছিলেন।
ঈশিতা বর্তমানে চাকরি করেন চ্যানেল আইয়ে। ‘টপ মডেল’, ‘ক্ষুদে গানরাজ’ আর ‘সেরা নাচিয়ে’র মতো জনপ্রিয় রিয়ালিটি শোগুলোর প্ল্যানিংয়ের দায়িত্বে রয়েছেন তিনি। বহুগুণে গুণান্বিত এই অভিনেত্রী নিজের লেখা নাটকও পরিচালনা করেছেন। প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডারের দ্বিতীয় আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন ঈশিতা।