বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের বার্ষিক সভা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫ ইং, ৩:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১২১২ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিপুল সংখ্য প্রবাসী ও ট্রাষ্টিবৃন্দের উপস্থিতিতে এই প্রথমবারের মত লন্ডনের বাইরে বার্মিংহামে গত ২২ নভেম্বর রবিবার অনুষ্টিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী মখরম আলী আফরোজ আলী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরি কমিটির সদস্য আসাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার জুলকার নাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ইউকে এন্ড আয়ার এর জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিন। সভার শুরুতে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী সিরাজুল ইসলাম, আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মিসবাহ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারপার্সন শাহ আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম, ট্রাষ্টি লোকমান হোসেন, হাসন আলী, আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ নানু, আব্দুল খালিক, হরমুজ আলী, আনা মিয়া, প্রফেসর নূরুল ইসলাম, মোবারক আলী, আব্দুস ছোবহান, ইলিয়াস আলী পাশা, আব্দুস সালাম, সামস উদ্দিন সামস, মাখন মিয়া, আব্দুল গফুর, জামাল উদ্দিন, শাহ জয়নাল আবেদিন, নিজাম উদ্দিন, মজনু মিয়া, মনির উদ্দিন বশির প্রমুখ।
সভায় বেশ কয়েকজন নতুন ট্রাষ্টিকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ট্রাষ্টিদের অবহিত করা হয় এবং ভবিষ্যতে ট্রাষ্টের কার্যক্রম আরো গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।