রাউজানে সাকা চৌধুরীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫ ইং, ১১:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৫২ বার পঠিত

পারিবারিক ও পুলিশ সূত্র জানিয়েছে, বাড়ির সামনের উঠানে তার জানাজা হয়েছে। জানাজা পড়িয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মহিবুল্লা বাবুনগরী।
পুরনো পারিবারিক কবরস্থানে তার দাদা-বাবা-চাচাদের দাফন করা হলেও সেখানে জায়গা না থাকায় নতুন বাড়ি বায়তুল বিলালের পাশে কবরস্থানে ছোট ভাই সাইফুদ্দীন কাদের চৌধুরীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
পুরনো পারিবারিক কবরস্থানে তার দাদা-বাবা-চাচাদের দাফন করা হলেও সেখানে জায়গা না থাকায় নতুন বাড়ি বায়তুল বিলালের পাশে কবরস্থানে ছোট ভাই সাইফুদ্দীন কাদের চৌধুরীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ২০ প্লাটুন পুলিশ মোতায়েন ছিল। এ ছাড়া দুই প্লাটুন বিজিবিও মোতায়েন ছিল।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে আরেক মানবতাবিরোধী অপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে আরেক মানবতাবিরোধী অপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মুজাহিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাকা চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজানে। মুজাহিদের বাড়ি ফরিদপুরে।