সিরিয়ায় ট্রাকবোমা হামলায় নিহত ২২
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮৮ বার পঠিত

শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার তেল তামের এলাকায় এ হামলা চালানো হয়। একটি স্বাস্থ্যকেন্দ্রের কাছে ও একটি শবজি বাজারের কাছে দু’টি বোমা বিস্ফোরিত হয়। হতাহতের ব্যাপারে কুর্দির অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী আসাইশের কাছে নিশ্চিত তথ্য রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
উল্লেখ্য, হাসাকার উত্তর-পূর্ব প্রদেশের তেল তামের শহরটি কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দখলে রয়েছে। এই গ্রুপটি মার্কিন সামরিক জোটের সহায়তায় ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।