অসুস্থ যুক্তরাজ্য বিএনপি নেতা হেভেন খান সকলের কাছে দোয়া প্রার্থী
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭১২ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: যুক্তরাজ্য বিএনপির যুববিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ হামিদ খান হেভেন গত শনিবার আকস্মিক হার্ডএটাক এ আক্রান্ত হয়ে লন্ডনের বার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষনিক এক জরুরি অপারেশনের পর এখন তিনি চিকিৎসক বৃন্দের সার্বিক তত্বাবধানে হাসপাতালে আশংকা মুক্ত রয়েছেন।
এদিকে হেভেন খান তার অসুস্থতার খবর শুনে ইউকের রাজনৈতিক,সামাজিকসহ বিভিন্ন দেশ বিদেশের যে সকল শুভানুগ্রাহীবৃন্দ হাসপাতালে ও ফোনে তার খোঁজ খবর নিচ্ছেন। হেভেন খান সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।