খালা আমার ‘রোল মডেল’: টিউলিপ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৬০ বার পঠিত

টিউলিপ সিদ্দিক বলেন, বড় হয়ে নানার কথা শুনে, যুদ্ধের কথা শুনে রাজনীতি করব বলে ভেবেছি। মানুষের জন্য নানা কী কী কাজ করতেন, দেশের জন্য কী কী ভাবতেন- এসব গল্প শুনেছি মা-খালার কাছে।
তিনি আরও বলেন, মা-খালাকেও সব সময় দেখেছি, বাংলাদেশের মানুষের ভালো-মন্দ নিয়ে আলাপ-আলোচনা করতে। আর খালা আমার রোল মডেল ছিলেন সব সময়ই।
ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে টিউলিপ বলেন, ভবিষ্যতে কী হয় বলা যায় না। মাত্র এমপি হলাম। দেখা যাক কি হয়। আর এটি পাঁচ বছর পর জিজ্ঞেস করেন। এ সময় তিনি সুযোগ পেলে যুক্তরাজ্য থেকেও বাংলাদেশের জন্য কাজ করার আগ্রহের কথা জানান।
বাংলাদেশের রাজনীতিতে নারীদের শক্তিশালী অবস্থান তুলে ধরে ছাত্রীদের সামনে এগিয়ে যাওয়ায় কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীসহ সংসদের স্পিকারও নারী। তোমরা ভুলে যেও না, ব্রিটেনেও এটা নাই।
প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক।
আর ১৯৮২ সালে লন্ডনে টিউলিপের জ্ন্ম হয়। লন্ডনে জন্ম হলেও কৈশোরে কিছু দিন বাংলাদেশে কাটিয়েছেন তিনি। সে সময় স্কলাসটিকায় তিনি পড়াশুনা করেছিলেন।