বরিশালের কাছে হেরে ঢাকার বিদায়
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১১০৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে এলিমিনেটর ম্যাচে বরিশালের কাছে ১৮ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো কুমার সাঙ্গাকারা নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। বরিশালের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে শেষ হয় ঢাকার ইনিংস।
বরিশালের জবাবে ব্যাট করতে নেমে নিয়মতি বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে হারেরই অপেক্ষা করতে থাকে সাঙ্গাকারারা। তবে সেখান থেকে আবারো আশার প্রদীপ জ্বালান মোসাদ্দেক হোসেন ও ম্যালকম ওয়ালার। দলীয় ১১০ রানের মাথায় ম্যালকম ওয়ালারকে বিদায় দিয়ে বরিশালের জয়ের পথ প্রশস্ত করেন স্পিনার তাইজুল ইসলাম। এরপরের বলেই মোসাদ্দেককে ফিরিয়ে শেষ কাঁটাটিও উপড়ে ফেলেন তাইজুল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে শেষ হয় ঢাকার ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। এছাড়া ফরহাদ রেজা ২০ ও ম্যালকম ওয়ালার করেন ১৬ রান। বরিশালের হয়ে আল আমিন হোসেন ও কেভন কুপার নেন ৩টি করে উইকেট। তাইজুল ইসলামের শিকার ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশালের ইনিংসের শুরুতেই আঘাত হানেন নাসির হোসেন। প্রথম ওভারের শেষ বলে রনি তালুকদারকে সাজঘরে ফেরান নাসির। তবে এরপরই আক্রমণ শুরু করেন ক্রিস গেইল। একের পর এক দর্শনীয় বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ব্যতিব্যস্ত করে তোলেন ঢাকার বোলারদের। তার সঙ্গে সমানে খেলতে থাকেন আরেক ব্যাটসম্যান সাব্বির রহমানও। দলীয় ৭৪ রানে ফিরে যান গেইল। এর পরপরই ফিরে যান সাব্বিরও। তাদের বিদায়ে মন্থর হয়ে যায় রানের গতি। অধিনায়ক রিয়াদের ৩৩ বলে খেলা ৩৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলতে পারে বরিশাল। ১৯ বলে ৩১ রান করেন গেইল। আর সাব্বিরের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৪১ রান। ঢাকার সফলতম বোলার মুস্তাফিজুর রহমান ২১ রান খরচায় নেন ২ উইকেট।
১৮ রানের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। আগামীকাল তারা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল রংপুর রাইডার্সের।
বরিশালের জবাবে ব্যাট করতে নেমে নিয়মতি বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে হারেরই অপেক্ষা করতে থাকে সাঙ্গাকারারা। তবে সেখান থেকে আবারো আশার প্রদীপ জ্বালান মোসাদ্দেক হোসেন ও ম্যালকম ওয়ালার। দলীয় ১১০ রানের মাথায় ম্যালকম ওয়ালারকে বিদায় দিয়ে বরিশালের জয়ের পথ প্রশস্ত করেন স্পিনার তাইজুল ইসলাম। এরপরের বলেই মোসাদ্দেককে ফিরিয়ে শেষ কাঁটাটিও উপড়ে ফেলেন তাইজুল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে শেষ হয় ঢাকার ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। এছাড়া ফরহাদ রেজা ২০ ও ম্যালকম ওয়ালার করেন ১৬ রান। বরিশালের হয়ে আল আমিন হোসেন ও কেভন কুপার নেন ৩টি করে উইকেট। তাইজুল ইসলামের শিকার ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশালের ইনিংসের শুরুতেই আঘাত হানেন নাসির হোসেন। প্রথম ওভারের শেষ বলে রনি তালুকদারকে সাজঘরে ফেরান নাসির। তবে এরপরই আক্রমণ শুরু করেন ক্রিস গেইল। একের পর এক দর্শনীয় বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ব্যতিব্যস্ত করে তোলেন ঢাকার বোলারদের। তার সঙ্গে সমানে খেলতে থাকেন আরেক ব্যাটসম্যান সাব্বির রহমানও। দলীয় ৭৪ রানে ফিরে যান গেইল। এর পরপরই ফিরে যান সাব্বিরও। তাদের বিদায়ে মন্থর হয়ে যায় রানের গতি। অধিনায়ক রিয়াদের ৩৩ বলে খেলা ৩৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলতে পারে বরিশাল। ১৯ বলে ৩১ রান করেন গেইল। আর সাব্বিরের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৪১ রান। ঢাকার সফলতম বোলার মুস্তাফিজুর রহমান ২১ রান খরচায় নেন ২ উইকেট।
১৮ রানের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। আগামীকাল তারা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল রংপুর রাইডার্সের।