মৃত ঘোষণার ৬ ঘণ্টা পর কাশি দিলেন মৃত ব্যক্তি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১২২২ বার পঠিত

তকদির হেসেনের ছেলে মামন জানান, তার বাবা তকদির হোসেন (৬০) বৃহস্পতিবার সকাল মারা গেছে বলে মাইকে ঘোষণা দেয়া হয়। লাশ হিসেবে তকদির হোসেনকে ঘর থেকে বের করে মসজিদের লাশবাহী খাটেও শুইয়ে রাখা হয়। বাড়িতে চলে মরা কান্না। কবর খুরাও শেষ হয়ে যায়। কাফনের কাপড় কাটা হয়। দুপরে একই এলাকায় অন্য এক ব্যক্তির জানাজায়ও বলা হয় তকদির হোসেন মারা গেছে এবং তার জানাজা বাদ আছর দেয়া হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেল ৩ টায় তকদির হোসেনকে লাশ হিসেবে শেষ গোসল করাতে নেয়া হয়। যখন তার শরীরে গরম পানি ঢালা হয় তখনই নড়ে উঠেন তকদির হোসেন ও পর পর ৩টি কাশি দেন। তৎক্ষনিক আর দেরি না করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।