“যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী,সংগঠক ও রাজনীতিবিদ গুলজার আহমদের মাতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ১২৯৫ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::ব্রিকলেন কারী এসোসিয়েশন এর সভাপতি,যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা,বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের অন্যতম সংগঠক গুলজার আহমদ এর মাতা ফুলেছা বিবি শুক্রবার ভোর ৫টার সময় লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মরহুমার জানাজার নামাজ শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে অনুষ্টিত হবে।
এদিকে জনাব গুলজার আহমদ এর মাতার ইন্তেকালে যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবদনা প্রকাশ করেন.