শিশু নীরবের মৃতদেহ বুড়িগঙ্গায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত

জানা গেছে, মঙ্গলবার বিকাল চারটার দিকে খেলতে গিয়ে শিল্প কারখানার বর্জ্যের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব। পরে রাত আটটার দিকে ওই স্যুয়ারেজ লাইন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বুড়িগঙ্গার সুইসগেট থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে। পরে ২৩ ঘণ্টা উদ্ধার তত্পরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। তার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।