শ্রুতি পিঠা উৎসব শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:১৮ অপরাহ্ণ | সংবাদটি ২৬৪৮ বার পঠিত
পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অনুষঙ্গ। বাঙালির বারো মাসে তেরো পার্বন। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতু স্বমহিমায় আমাদের বাঙ্গালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতোপ্রোত ভাবে । পিঠা পায়েস পুলি নাড়ু কথা উঠলেই শীত ঋতু আমাদের সামনে এসে পড়ে। যার প্রভাব বাঙ্গালী সমাজ ও জাতীয় জীবনে অনস্বিকার্য। প্রতি শীতে শুরু হয় ঘরে ঘরে পিঠা পুলির উৎসব। বাঙ্গালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আয়োজনকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য শ্রুতি সিলেটের ষোড়ষ তম বর্ষে পদার্পণ উপলক্ষে অষ্টম বারের মত আগামীকাল শুক্রবার ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙণে (ছোট ক্যাম্পাস-সুবিদবাজার ) শ্রুতি সিলেট প্রতিবারের মত আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২২ বাংলার।
দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আমাতুল কিবরীয়া কেয়া চৌধুরী।
উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ চৌধুরী রানা ও কলেজের অধ্যক্ষ হুসনে আরা ।
দিনব্যাপী আয়োজনে থাকছে বাঁশি সপ্তসুরে আহ্বান, থাকবে সম্মেলক পরিবেশনা,একক পরিবেশনা এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মীরা মন্ডল, আরো থাকবেন কুষ্টিয়া হতে আগত লোক সংগীত শিল্পী সমীর বাউল ও তার দল, বেঙল পরম্পরার সুপ্রিয়া দাশ,সুবর্ণা দাশ মুন, প্রদীপ মলি-ক প্রমুখ। বিকাল ৪টা হতে থাকবে রাধা রমনের গান,বাউল আব্দুর রহমান এর পরিবেশনা । সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বিষয় এবং বিভাগ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ।দিনব্যাপী থাকছে বর্ণাঢ্য পিঠামেলা ও প্রতিযোগিতা।
সমবেত সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্র“তি-সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান-বাংলাদেশ, সংগীত পরিষদ,নৃত্যশৈলী ,ছন্দ নৃত্যালয়,,মৃত্তিকায় মহাকাল,আজ মুক্ত মঞ্চ শা.বি.প্র.বি,শিকড়-শা.বি.প্র.বি, দ্বৈতস্বর,নর্থ ইস্ট ইউনির্ভাসিটি কালচারাল ক্লাব, ,সুরের ভূবন,নৃত্যাশ্রম,নাট্যম সংগীত বিদ্যালয়,এ্যামেকা প্রমুখ। এতে সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি