২০১৫ সালে বিশ্বজুড়ে হত্যার শিকার ১১০ সাংবাদিক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:২১ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৩ বার পঠিত

তবে, ২০১৫ সালের এই প্রতিবেদনে বাকি ৪৩ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে,পর্যবেক্ষক সংস্থা আরএসএফের তথ্যমতে, চলতি বছরে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ৬৭ জন সাংবাদিক। গত বছর এ সংখ্যা ছিল ৬৬।
বিদায়ী এ বছরে ফ্রান্সের একটি ব্যাঙ্গ পত্রিকায় জিহাদিদের হামলায় আটজন সাংবাদিকসহ মোট ১২ জন নিহত হন। আরএসএফ এ ঘটনাকে অভাবনীয় হিসেবে উল্লেখ করেছে। এ সময়কালে ভারতে হত্যা করা হয়েছে নয়জন সাংবাদিককে। এর মধ্যে পাঁচজনকে হত্যা করা হয় কর্তব্যরত অবস্থায়।
ভারতকে সাংবাদিকদের জন্য এশিয়ার সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। ভারতের অবস্থা এক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানের থেকেও খারাপ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরএসএফ অনলাইন বা সিটিজেন জার্নালিজমের সঙ্গে যুক্তদের অপেশাদার সাংবাদিক হিসেবে চিহ্নিত করে’ জানিয়েছে, নিহত অপেশাদার সাংবাদিকের মধ্যে বাংলাদেশের চারজন রয়েছেন। এরা হলেন অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর বাবু ও নিলয় চক্রবর্তী বা নিলয় নীল।
আরএসএফের প্রতিবেদনে এ হত্যার সংখ্যাকে সাংবাদিকদের ওপর পরিচালিত সহিংসতার একটি নজির হিসেবে উল্লেখ করে তা নিরসনে যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘকে আহ্বান করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার দুই-তৃতীয়াংশই হয়েছিল যুদ্ধক্ষেত্রে। কিন্তু ২০১৫ সালে এটি সম্পূর্ণ উল্টে গেছে। এ বছর দুই-তৃতীয়াংশ সাংবাদিককেই হত্যা করা হয় শান্তিপূর্ণ দেশে।