২৫ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১২২৫ বার পঠিত

শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান।
সভায় তিনি জানান, সকল জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন প্রতিষ্ঠান ও আবহাওয়া অধিদফতর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সুতরাং সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ হিসেবে ২৫ ডিসেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।
প্রসঙ্গত, মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহম্মদ (স.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন।