দুর্দান্ত জয়ে সেমির আশায় সিলেট
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: অসাধারণ এক জয়ে সেমি ফাইনালের আশা জিইয়ে রাখলো আসরের শুরু থেকে খুঁড়িয়ে চলতে থাকা সিলেট সুপারস্টার্স। মিরপুরে আজ জিতলেই শেষ চার নিশ্চিত হতো ঢাকা ডায়নামাইটসের। কিন্তু সিলেটের কাছে ছয় উইকেটে হেরে নিজেদের ভাগ্য ঝুলিয়ে রাখলো সাঙ্গাকারার ঢাকা।
ঢাকার দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটকে দুর্দান্ত সূচনা এনে দেন জুনাইদ সিদ্দিকী। তার গড়ে দেয়া ভিতের উপর আক্রমণ অব্যাহত রাখেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। বোপারার ৫৫ ও জুনাইদের ৫১ রানের পর ৭ বলে ১৫ রান করে অপরিহার্য হয়ে ওঠা জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শহীদ আফ্রিদি। শেষ তিন বলে দরকার ছিল ৮ রান। কিন্তু পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে ছয় উইকেট আর ১ বল হাতে জয় নিশ্চিত করেন আফ্রিদি। ঢাকার সফলতম বোলার ফরহাদ রেজা নেন ২ উইকেট। যদিও রান দেয়ার ক্ষেত্রে যথেষ্ট উদারতা দেখিয়েছেন তিনি। ৩.৫ ওভারে ৪২ দিয়েছেন ফরহাদ। অপরদিকে উইকেট না পেলেও চার ওভারে ১৪ রান দিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিলেন মুস্তাফিজুর রহমান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস শেষ করে ঢাকা। কুমার সাঙ্গাকারার ৪৮ এবং নাসির হোসেন ও ফরহাদ রেজার সমান ৩১ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ১৫৭ রান তোলে ডায়নামাইটস। সিলেটের সফলতম বোলার আবদুর রাজ্জাক ২ ওভার বল করে ৯ রান খরচায় নেন ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস শেষ করে ঢাকা। কুমার সাঙ্গাকারার ৪৮ এবং নাসির হোসেন ও ফরহাদ রেজার সমান ৩১ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ১৫৭ রান তোলে ডায়নামাইটস। সিলেটের সফলতম বোলার আবদুর রাজ্জাক ২ ওভার বল করে ৯ রান খরচায় নেন ২ উইকেট।
ছয় উইকেটের জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো সিলেট। অপরদিকে ঝুলে গেলো ঢাকার ভাগ্য। তবে আগামী ম্যাচে ঢাকা জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ চার। আর যদি ঢাকা হারে তবে সুযোগ থাকবে সিলেটের। তবে তার জন্য পরবর্তী ম্যাচে জয় ভিন্ন কোন উপায় নেই সিলেটের। যদিও তারপরও তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে।