শাকিলা জাফর বিয়ে করলেন রবি শর্মাকে
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৫ ইং, ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৭০৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: সংগীতশিল্পী শাকিলা জাফর প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রকৌশলী মান্নার সঙ্গে। সেই বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন কবি রবি শর্মাকে। এ বছরেই তারা বিয়ে করেছেন। একেবারেই ঘরোয়া আয়োজনে। তবে ঠিক কত তারিখে শাকিলা জাফর বিয়ে করেছেন তা গণমাধ্যমকে জানাননি তিনি।
তার বর রবি শর্মা কবিতা লিখে পরিচিতি পেলেও তিনি মূলত করপোরেট জগতের মানুষ। আড়াই বছর আগে শাকিলা জাফরের সঙ্গে পরিচয় হয় রবি শর্মার। তারপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এরপর রবি শর্মাই প্রথম শাকিলা জাফরকে বিয়ের প্রস্তাব দেন। এমনটিই জানালেন শাকিলা জাফর।
শাকিলা জাফর বলেন, ‘বিয়ে করেছি এ খবর সত্য। বিয়ের পর ভালো আছি আমরা। রবির সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবন ভালোভাবে থাকতে পারি।’
শাকিলা জাফর বলেন, ‘বিয়ে করেছি এ খবর সত্য। বিয়ের পর ভালো আছি আমরা। রবির সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবন ভালোভাবে থাকতে পারি।’