ইরাকে কয়েক দফা হামলায় নিহত ৫৩
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৮২৮ বার পঠিত

এর পর পূর্বাঞ্চলীয় শহর মুকদাদিয়ায় আরো দুটি বোমার বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে। বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরতলীতে সংঘটিত অন্য একটি বোমা হামলায় সাতজনের নিহতের খবর পাওয়া গেছে।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। গত মাসে সুন্নী অনুসারী ইসলামিক স্টেটের দখল থেকে রামাদিকে মুক্ত করে ইরাকের সরকারি বাহিনী। এবং এরপর থেকে অন্যান্য এলাকা থেকেও আইএসের জঙ্গিরা পিছুট হটতে থাকে।
এদিকে আনবার প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত জোটের বিমান হামলায় অন্তত ২ ডজন বিদ্রোহী নিহত হয়েছে। এবং অবিরাম হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে।
সোমবারের হামলায় নিহতের সংখ্যা গত তিনমাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রি. জে. সাদ মান। এদিকে বাগদাদ জাদিদার একটি শপিং মলে বোমা হামলায় ২ পুলিশসহ ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। একই এলাকায় বন্দুকধারীর হামলায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেসময় ছয়জন হামলাকারী নিহত হয় বলেও জানিয়েছে পুলিশ।