মৌসুমীকে একনজর দেখতে ভক্তদের সংঘর্ষ!
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ১:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫২৫ বার পঠিত
নিউজ ডেস্ক::জনপ্রিয়তা কখনো যার বিপরীতে যায়নি, তিনি ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা মৌসুমী। অনস্ক্রিনের প্রিয় নায়িকা যখন সামনে এলো, ভক্তরা তাকে একটু দেখার সুযোগ হারাতে চাইলেন না। ঘটে গেলো বিপত্তিও। চিত্রনায়িকা মৌসুমীকে এক নজর দেখতে কিশোরগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার কিশোরগঞ্জে আরএফএল প্লাস্টিকের একটি শোরুম উদ্বোধন করতে যান নায়িকা মৌসুমী। তার আসার খবর আগে থেকে পেয়েই দর্শক-ভক্তরা সেখানে হাজির হতে থাকেন। কিন্তু একটা সময় গিয়ে দর্শক-ভক্তদের সে ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় সেখানে কর্তব্যরত লোকজনদের। আর এ ঘটনাকেই কেন্দ্র করে দর্শক-ভক্তদের সঙ্গে বেধে যায় সংঘর্ষ। এরপর ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহীদ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তখন মৌসুমী থানায় আশ্রয় নিয়েছিলেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহীদ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তখন মৌসুমী থানায় আশ্রয় নিয়েছিলেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।