‘লন্ডনী ভাইছাব’র মোড়ক উন্মোচন : সঙ্গীতরে আসর ও সাহত্যি আড্ডা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ১৭৫৬ বার পঠিত
‘সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র কথা ও সুরে তরুন কন্ঠশিল্পী আরিফ রব্বানীর কন্ঠ ও সুরে সিলেটের আঞ্চলিক ভাষার গানসহ পাঁচমিশালী গানের ৩য় অডিও অ্যালবাম ‘লন্ডনী ভাইছাব’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান, একক সঙ্গীতের আসর ও সাহিত্য আড্ডা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সম্পন্ন হয়েছে গতকাল মঙ্গলবার।
‘সিলেট লেখক ফোরাম’ আয়োজিত ফোরাম’র উপদেষ্টা প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। সিলেটের বেশিরভাগ মানুষই যুক্তরাজ্য প্রবাসী। তাদের মধ্যে লন্ডন শহরে বসবাসকারীর সংখ্যাই সর্বাধিক। প্রবাসে অবস্থান করেও তারা আমাদের সুখ দুঃখ ভাগভাগি করে নেন সব সময়। তাদের কথা গানের মাধ্যমে তুলে ধরে কবি নাজমুল ইসলাম মকবুল আপনজনদের আরও আপন করে নিলেন।
তিনি আরও বলেন, কবি নাজমুলের প্রথম ও ২য় অ্যালবাম ‘আমরা ঘরর তাইন’ এবং ‘মতলবর চাচা’র ব্যাপক সাফল্যের ফসলই হচ্ছে ৩য় ও বর্তমান অ্যালবাম ‘লন্ডনী ভাইছাব’। অ্যালবামগুলির বেশিরভাগ গানেই সমাজের এক শ্রেণীর অসাধু শোষক জুলুমবাজদের জুলুমের কথাগুলিই উচ্চারিত হয়েছে সুরে সুরে। এসব জুলুমবাজরাই হচ্ছে সমাজের কীট পতংগ। এরা জনগনের হক নষ্ট করে অবৈধ পন্থায় কালো টাকার মালিক হয়ে তাদের হীন স্বার্থে লাটিয়াল চাটুকার দালাল চামচা পুষে সমাজে অশান্তির আগুন জিইয়ে রাখে। সাহস নিয়ে এদের প্রতিরোধ না করলে এরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এক্ষেত্রে কবি নাজমুল ইসলাম মকবুল সাহসিকতার সাথে এসব মতলবর চাচাদের মুখোশ উন্মোচন করে জীবনের ঝুঁকি নিয়ে মজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি কবি নাজমুল’র সাফল্য কামনা ও অ্যালবামটির স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কবি মুহিবুর রহমান চৌধুরী ও মাওলানা আজিজুল ইসলামকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি কালাম আজাদ।
তিনি বলেন, সমাজের অন্তহীন সমস্যার নেপথ্য কারিগর হচ্ছে কতিপয় সুযোগ সন্ধানী প্রতারক কতিথ সমাজপতি দুর্নীতিবাজ স্বার্থপর মতলববাজ ভন্ড নেতা পাতিনেতা। এরাই নানান অপকর্মের মাধ্যমে আসল দেশপ্রেমিক নেতা ও সমাজসেবীদের সুনাম নষ্ট করছে। এদের কুট কৌশল ও প্রতিহিংসায় প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হন দেশের নিরপরাধ সাধারন মানুষ। বিশেষ করে গ্রাম বাংলার নীরিহ জনসাধারন। সুস্থ বিনোদনের মাধ্যমে এদের সামাজিকভাবে প্রতিরোধ সম্ভব। আর এ কাজটি সফলভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন কবি নাজমুল।
সংগঠনের সাধারন সম্পাদক লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেট বিজনেস এসোসিয়েশন, ইউ.কের চেয়ারম্যান সৈয়দ আকামত আলী রুবেল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামাল বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী, আল্লামা শায়খ তাফাজ্জুল হক আজিজ, কেমুসাস সাধারন সম্পাদক আজিজুল হক মানিক, লেখক গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম, লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, কবি মুহিত চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের, গল্পকার সেলিম আউয়াল, কবি শাহাদাত আলিম, কবি নাজমুল আনসারী, কবি আব্দুল মুকিত অপি, লেখক সাংবাদিক জাকির হোসেন কয়েছ, কবি ইসমত হানিফা চৌধুরী, মাস্টার কবি আজম আলী, মাওলানা আব্দুল মুকতাদির, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা এরশাদ হোসাইন, আব্দুল করিম দিলদার, যুক্তরাজ্য প্রবাসী বেলাল মিয়া, আখতার মিয়া, শিল্পী রাকিব আল হাসান, আমিনুল হক সরকার, তৈমুছ খান, আমির আলী, বাহার বেগম, ফজল খান প্রমুখ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন বেতার বাংলার জনপ্রিয় কন্ঠ কবি ও গীতিকার আবু সুফিয়ান তালুকদার।
অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী বলেন, ‘আমরা ঘরর তাইন’ ও ‘মতলবর চাচা’ জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ। সমাজের উচ্ছিষ্টদের মুখোশ সহজ সরল ও সিলেটের আঞ্চলিক ভাষায় সঙ্গীতের মাধ্যমে ভিন্ন ধারায় সফলতার সাথে উন্মোচন করেছেন কবি। এ ধরনের সাহসী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
আল্লামা শায়খ তাফাজ্জুল হক আজিজ বলেন নিজ নিজ অবস্থান থেকে জুলুমবাজদের মোকাবেলায় আরও স্বোচ্ছার ভুমিকা পালন করে যেতে হবে।
আজিজুল হক মানিক বলেন, সুরে সুরে প্রতিবাদ করে সমাজের অবক্ষয় রোধে স্থায়ী অবদান রাখা যায়, তার প্রমান কবি নাজমুলের তিন তিনটি অ্যালবাম।
লেখক গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, দ্রুততম সময়ে তিন তিনটি অ্যালবাম ও একটি বই প্রকাশের মধ্য দিয়ে কবি নাজমুল’র যে অগ্রযাত্রা আমরা লক্ষ্য করছি তা আমাদেরকে উজ্জিবিত করে।
নিজের লেখা পুঁথি পাঠ করেন, কবি নাজমুল ইসলাম মকবুল। অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন দেশ বিদেশের সকল কবি সাহিত্যিক সাংবাদিক পেশাজীবি ও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।
বিভিন্ন সুরে কাকন ফকিরের পুঁথি পাঠ করেন, ইউসুফী শিল্পীগোস্টির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী হেলাল খান।
কবি নাজমুল ইসলাম মকবুল’র কথা ও সুরে একক সঙ্গীতের আসরে সঙ্গীত পরিবেশন করেন, শিল্পী হেলাল খান, জাগরণ শিল্পীগোষ্ঠির সঙ্গীত পরিচালক এইচ, এম, আমানুল্লাহ, সিনিয়র শিল্পী ও লন্ডনী ভাইছাব অ্যালবামের শিল্পী আরিফ রব্বানী, জাকির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। শুরুতে তিলাওয়াত করেন আমানুল্লাহ। মজার মজার জোকস পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কী। বিজ্ঞপ্তি