ইলিয়াস মুক্তি যুব পরিষদ যুক্তরাজ্যের কমিটি পুর্ণগঠন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ১২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডটকম ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক এম ইলিয়াস আলী গুমের ৪৫ পূর্তিতে অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবীতে ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আহমদ নূর এর দ্বন্ধকে একটি স্বার্থান্বেষী মহলের ভিন্নক্ষাতে পরিচালিত করে বিশ্বনাথ বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পূর্ব লন্ডনের সাজ্জাদ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ খানের পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহ সাধারণ সম্পাদক সাহেদ পরর্তাব আলী, সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহমদ হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, সাবেক অর্থ সম্পাদক সিরাজুুল হক সুমন, বিশ্বনাথ সদর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা মসিউর রহমান খান জামিল, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ফজলুল হুদা, ছালেক চৌধুরী, আলা উদ্দিন, মানিক মিয়া, মাছুম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, সাবেক সহ সভাপতি রাসেল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, সাবেক প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বখতিয়ার খান। রামপাশা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আলম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক নূরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সেলিম উদ্দিন, সাবেক ক্রিড়া সম্পাদক নাজিম খান, সাবেক ছাত্রনেতা শাহনুর, হারুন রশীদ, তুফায়েল আহমদ পারভেজ, হেলাল হোসেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের কৃতি সন্তান সিলেটের এক কোটি মানুষের আশা আকাংখার প্রতিক সাবেক সংসদ এম ইলিয়াস আলীকে সরকার গুম নামক কারগারে বন্ধী রেখেছে। বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর অবর্তমানে উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ইলিয়াস পত্মী তাহশিনা রুশদীর লুনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দ বিশ্বনাথে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর দ্বন্ধে সকল মহলকে সর্বোচ্চ ধর্য্য ধারন করে সমাদান করার আহবান জানান।
সভায় সর্বস্মতিক্রমে ইলিয়াস আলী গুমের প্রতিবাদ ও অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে বেগবান করতে ইলিয়াস মুক্তি যুব পরিষদ যুক্তরাজ্য কমিটি পুনগঠন করা হয়। এতে এডভোকেট মুহাম্মদ চান মিয়াকে আহবায়ক ও খালেদ খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পূণাঙ্গ কমিটির নাম শীর্ষ প্রকাশ করা হবে।