খেলাধুলায় উৎসাহিত করতে প্রবাসীদের এগিয়ে আসা উচিত–সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, আমাদের দেশের যুব সমাজকে বেশী বেশী করে খেলাধুলায় উৎসাহিত করতে প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত । কারণ পৃষ্ঠপোষকতার অভাবে দেশে এখন খেলাধুলার আয়োজন সীমিত হওয়ায় যুব সমাজের এক বিশাল অংশ আজ বিপথগামী
তিনি গতকাল শুক্রবার রাতে তার নিজ বাড়ীতে স্থানীয় কারিকোনা গ্রামের ফুটবল ও ক্রিকেটারদের যৌথ উদ্যোগে দেশে আসা কারিকোনা গ্রামের প্রবাসী আজিজুল হক, ইছহাক আলী, সুমন পারভেজ চৌধুরী, জলাল উদ্দিন, সুহেল মিয়া, আমিনুল ইসলাম মামুন ও শামীম আহমদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংবর্ধনায় প্রবাসীরা কারিকোনা গ্রামের ফুটবল ও ক্রিকেট দল সহ সব ধরনের খেলাধুলায় ও প্রতিটি সৃজনশীল কাজে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং অনেকেই নগদ আর্থিক সাহায্যও করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আজিজুল হক, ইছহাক আলী,সুহেল মিয়া ও শামিম আহমদ ।
কারিকোনা গ্রামের প্রাক্তন ক্রীড়াবিদ কলমদর আলীর সভাপতিত্বে ও ফুলকুঁড়ি সংঘের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তহশিল খান, বিশ্বনাথ লাইটেস ষ্ট্যান্ডের সভাপতি আবুল হোসেন,বিশ্বনাথ ফুটবল ও ব্যাডমিন্টন এসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন মিয়া, যুবনেতা শামীম আহমদ ও ছাত্রনেতা আলাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আখলিছ আলী, আজির উদ্দিন, আক্তার হোসেন, সুমন মিয়া, লিটন মিয়া, শিপন আলী, রহিম মিয়া, জাকির হোসেন, শামীম আহমদ, ফয়জুল ইসলাম, আব্দুল হালিম অপু, মোহাম্মদ আলী, রুমেল, আব্দুর রব, জাহিদুর রহমান, জাহেদ, নজমুল, মিজান, বদরুল, শানুর আলী, আলম,ইমন। অনুষ্ঠানে গ্রামের ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের পক্ষ থেকে সংবর্ধিত প্রবাসীদেরকে ক্রেস্ট প্রদান করা হয় ।