বিশ্বনাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৫ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: সিলেটের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান বলেছেন, খেলাধুলা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করতে সুস্থ, সুন্দর ও সু-শৃংঙ্খল সমাজ বিনির্মানে গূরুত্ব ভূমিকা পালন করে। শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলা আয়োজনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আগামীতে উপজেলার ধীতপুরস্থ ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে’ আরোও ব্যাপক উন্নয়ন করা হবে। আর খুব শীঘ্রই ওই উন্নয়ন কর্মকান্ড শুরু হবে। গতকাল সোমবার দুুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার ধীতপুরস্থ ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে’ বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ১৬তম বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ফাইনাল খেলায় স্বাধীনতা ক্রিকেট ক্লাব (১৫৮/৮)-চান্দশীরকাপন ৫১ রানের ব্যবধানে অগ্রনী ক্রিকেট ক্লাব (১০৭/১০)-গুদামঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি শেখ সালাউদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার সাইফুর রহমান শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্মÑআহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্যস্থ বিআরটি’র সভাপতি আবদুল মোমিন এহিয়া, স্পোটস এন্ড মিডিয়া সম্পাদক শেখ আলম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক শাহ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শাখাওয়াত হোসেন, বাবুল মিয়া, যুবলীগ নেতা ফজলুর রহমান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, এসোসিয়েশনের সহ-সভাপতি রুকন আহমদ, যুগ্ম-সম্পাদক ফজলুর রহমান, তাহিরুল আমীন, প্রচার সম্পাদক সোহাগ আহমদ, আম্পায়ার প্রতিনিধি দিলশাদ আহমদ প্রমুখ।