বিশ্বনাথে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পংকি খান
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৯০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেছেন, খেলাধুলা অপরাধ প্রবনতা দূর করে সমাজকে সুন্দর করে তুলে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মনকে সচেত করে তুলে। ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখতে তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও উপজেলার ধীতপুরস্থ ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’সহ ক্রীড়াঙ্গনের ্উন্নয়ন করা হবে।
তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার জানাইয়া ফুটবল মাঠে হীরামন স্পোটিং ক্লাব আয়োজিত ‘স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এরপূর্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আহমেদ-নুর উদ্দিন বলেন, খেলাধুলার ফলে মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বৃদ্ধি পায়। ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় খেলাধুলা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বন্ধন স্পোটিং ক্লাব কামালপুর ০(৫)-০(৪) গোলের ব্যবধানে রামধানা স্পোটিং ক্লাব-রামধানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্লাবের সভাপতি আজিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য নূরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, হীরামন স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল জালাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীন মুরব্বী হাজী মবশ্বির আলী, আইয়ুব আলী, বশারত আলী বাছা, রুপক কুমার দে, আমির আলী, আবদুর রব, নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলী, কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আরান দে, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আজব আলী, ইকবাল হোসেন শাহীন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল প্রমুখ।