বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে প্রবাসী ফয়ছল আহমদ গোলজারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও লন্ডন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম ডাইরেক্টর ফয়সল আহমদ গুলজার।
তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সুনাম বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসক্লাবের আর্থ-মানবতার সেবায় যে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও প্রেসক্লাবের এসব কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য প্রবাসীরা সব সময়ই বিশ্বনাথ প্রেসক্লাবের পাশে থাকবেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি, ডেইলি বিশ্বনাথ ডটকম’র প্রকাশক তজম্মুল আলী রাজ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের ট্রেজারার ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্বনাথ ডাইজেষ্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সদস্য আবদুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাৎদ মো. মনসুর, তরুণ সংগঠক লিটন শিকাদর, শাহাব উদ্দিন।