যুক্তরাজ্যে নিহত জগন্নাথপুরের যুবকের লাশ দেশে আসছে শনিবার
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ২:২০ অপরাহ্ণ | সংবাদটি ১১২৩ বার পঠিত

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে লাশ সিলেটে এসে পৌঁছবে পরে গ্রামের বাড়ি বলবলে নিয়ে আসা হবে। শনিবার আছরের নামাজের পর বলবল জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
লেছু মিয়া দীর্ঘদিন থেকে স্ত্রী সন্তানাদি নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় বসবাস করে আসছিলেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে নিজ রেস্তুরা থেকে প্রাইভেটকার যোগে বাসায় ফেরার পথে যুক্তরাজ্যের নিউপুট এলাকার ৪১ মটর ওয়েতে বিপরীত দিক থেকে আসা একটি টলীর সঙ্গে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের লালা মিয়ার ছেলে লেছু মিয়া জগন্নাথপুর পৌর শহরের নেক্সট সুপার ষ্টোরের মালিক।